শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেছারাবাদে বিজয় সাহিত্য সন্মাননা কবিতা উৎসব

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৪:৪২ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদে বিজয় কবিতা উৎসব ও বিজয় সাহিত্য সম্মাননা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই কবিতা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪০ জন কবি ও সাহিত্যিককে সন্মাননা প্রদান করা হয়েছে।

নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আন্তর্জাতিক কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

কৃষ্ণচূড়া সাহিত্য বলয়ের আয়োজনে ও সংগঠনের প্রতিষ্ঠাতা কবি মাসুম আহম্মেদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, পশ্চিমবঙ্গ ভারতের আনন্দমুখর সাহিত্য পত্রিকার সম্পাদক কবি সুপর্না রায়, কবি ও প্রাবন্ধিক, অধ্যাপক দেবাশিষ হালদার।

সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলের সিনিয়র শিক্ষক ও আবৃত্তিকর মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক বাংলা সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা কবি ও গবেষক শ ম দেলোয়ার জাহান প্রমুখ।

অনুষ্ঠানে সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন গুনি কবি সাহিত্যিকের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন