শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের যাবতীয় ফিস ও বার্ষিক চাঁদা আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির এ চুক্তি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিএমডি সুভাষ চন্দ্র দাস এফসিএমএ এবং আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান , অ্যাটর্নী জেনারেল এ. এম. আমিন উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের জিএম আবদুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তাবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন