রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম স্তরে ওঠার লড়াই রাজশাহী-রংপুরের

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দেশের প্রথম শ্রেণির ক্রিকেট আসর জাতীয় লীগে সর্বাধিক পাঁচ বার ট্রফি জয়ের অতীত আছে রাজশাহীর। যার মধ্যে টানা চার আসরে শ্রেষ্ঠত্বের রেকর্ডটাও তাদের। অথচ ২০১১-১২ মৌসুমের পর রাজশাহী হারিয়েছে তাদের ঐতিহ্য। প্রথম স্তর থেকে অবনমন হয়ে দ্বিতীয় স্তরে নেমেছে দলটি। জহুরুল ইসলাম অমি’র নেতৃত্বে সেই রাজশাহী বিভাগ এবার স্বপ্ন দেখছে প্রথম স্তরে ওঠার। জাতীয় লীগে ২০১৪-১৫ মওশুমের চ্যাম্পিয়ন রংপুর বিভাগও দুই  মওশুম পর প্রথম স্তরে ওঠার সম্ভাবনা তুলেছে জাগিয়ে। চতুর্থ রাউন্ডে এসে দ্বিতীয় স্তরের দল দু’টি বড় জয়ে প্রথম স্তরে ওঠার লড়াইটা তুলেছে জমিয়ে। গতকাল  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫১ রানে সিলেটকে হারিয়েছে রাজশাহী। একই দিনে চট্টগ্রাম বিভাগকে ১০ উইকেটে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকায় রাজশাহীর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে রংপুর (৫৪ পয়েন্ট)।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় দিনেই ম্যাচ জয়ের আবহ পেয়েছে রাজশাহী। প্রথম ইনিংসে সিলেটের চেয়ে ১৫ রানে পিছিয়ে পড়েও দ্বিতীয় ইনিংসে ফরহাদ হোসেনের সেঞ্চুরি (১৩২) এবং জুনায়েদের ফিফটিতে (৭৮) ভর করে ৩৪৪ স্কোর করেই দৃশ্যপট বদলে দিয়েছে। চতুর্থ ইনিংসে ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচ বাঁচাতে পর্যন্ত পারেনি সিলেট। ২৮/১ স্কোর নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নেমে দুই স্পিনার সাকলায়েন সজীব (৩/৪৫) এবং সানজামুলের (৩/১৫) বোলিং ছোবলে ১৭৮ রানে শেষ হয়ে যায় সিলেটের ইনিংস।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সোহরাওয়ার্দি শুভ’র ১২১ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৫০ স্কোর পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ফলোঅনে ফেলে  ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখা  রংপুরকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাধ্য করেছে চট্টগ্রাম। তবে বড় হার (১০ উইকেটে) এড়াতে পারেনি চট্টগ্রাম। সেঞ্চুরির পাশে দুই ইনিংস মিলে পাঁচ উইকেটে রংপুরের বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দি শুভ ম্যাচে দু’দলের মধ্যে তৈরি করেছেন। বড় জয়ে অবশিষ্ট দায়িত্ব পালন করেছেন  রংপুরের পেস বোলার আরিফুল (৪/৩৪)।

৪র্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
প্রথম স্তর
দল    ম্যাচ    জয়    হার    ড্র    পয়েন্ট
খুলনা বিভাগ    ৪    ১    -    ৩    ৩৬
ঢাকা বিভাগ    ৪    ১    -    ৩    ২৭
বরিশাল বিভাগ    ৪    -    ১    ৩    ২৬
ঢাকা মেট্রো    ৪    -    ১    ৩    ১৮
দ্বিতীয় স্তর
রাজশাহী বিভাগ    ৪    ২    -    ২    ৪৬
রংপুর বিভাগ    ৪    ২    -    ২    ৪৬
সিলেট বিভাগ    ৪    -    ২    ২    ২২
চট্টগ্রাম বিভাগ    ৪    -    ২    ২    ২১

স ং ক্ষি প্ত স্কো র
রংপুর-চট্টগ্রাম
রংপুর ১ম ইনিংস : ৪৫০/১০, ১০৮.০ ওভারে, লিটন দাস ৭৩, আরিফুল ৫২, সোহরাওয়ার্দি শুভ ১২১,আলাউদ্দিন বাবু ৬৪, সাইফউদ্দিন ৪/৯৩, হোসেন আলী ৩/৭৭।
চট্টগ্রাম ১ম ইনিংস : ১৮২/১০, ৫৮.০ ওভারে, অভিষেক মিত্র ২৮, তাসামুল ২৩, ইরফান শুকুর ৪৭, সাদ্দাম ৩/৩৬, সোহরাওয়ার্দি শুভ ৩/৪৮, নাসির ১/২২।
চট্টগ্রাম ২য় ইনিংস : ২৯৭/১০, ৯৯.৩ ওভারে (২য় দিন শেষে ১৪৯/৪,৫৬.০ ওভারে), পিনাক ৪৫, ইয়াসির আলী ৫৮, সাইদ সরকার ২২, সাইফউদ্দিন ৪৩, ইফতেখার সাজ্জাদ ৪৩, আরিফুল ৪/৩৪, আলাউদ্দিন বাবু ২/৫১, সোহরাওয়ার্দি শুভ ২/৫০।
রংপুর ২য় ইনিংস : ৩৩/০ (৫.২ ওভারে), সায়মন ১৮*, লিটন দাস ১২*
ফল : রংপুর ১০ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : সোহরাওয়ার্দি শুভ (রংপুর)।

রাজশাহী-সিলেট
রাজশাহী ১ম ইনিংস : ২০৪/১০ (৬৫.৫ওভারে), মিজানুর ৩২, জুনায়েদ ২৬, ফরহাদ ৩৫, জহুরুল ১২, হামিদুল২১, ফরহাদ রেজা ১৬, সানজামুল ২০, মোক্তার আলী ২৯, আবু জায়েদ রাহি ৬/৪৮।
সিলেট ১ম ইনিংস : ২১৯/১০, ৭২.১ওভারে, সায়েম ৩৬, অলক কাপালী ৪০, রোমান ৪১, আবুল হাসান রাজু ৫৯*, ফরহাদ রেজা ৫/৯১, মামুন ৩/৪৭।
রাজশাহী ২য় ইনিংস : ৩৪৪/১০, ৯২.৫ ওভারে, মাইশুকুর ৩৮, জুনায়েদ ৭৮, ফরহাদ হোসেন ১৩২, ফরহাদ রেজা ২৩, সানজামুল ৩০, রাহি ৩/৭৭, খালেদ ২/৫২, রাহাতুল ফেরদৌস ২/৫২, শাহানুর ১/৪৬।
সিলেট ২য় ইনিংস : ১৭৮/১০ (৬১.০ ওভারে), ইমতিয়াজ তান্না ৩২, জাকির ২৪, রাজিন সালেহ ৭৫, শাহনূর ২১, ফরহাদ রেজা ২/৬০, সাকলায়েন সজীব ৩/৪৫, সানজামুল ৩/১৫।
ফল : রাজশাহী ১৫১ রানে জয়ী। ম্যাচ সেরা : ফরহাদ হোসেন (রাজশাহী)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন