সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম ব্যাডমিন্টন

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বীরমুক্তি যোদ্ধা সামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার সন্ধ্যায় পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় গাউসিয়া ইলেক্ট্রনিক্স দল ২-১ গেমে আনিকা এন্টারপ্রাইজ দলকে পরাজিত করে বিজয়ী হয়। স্বেচ্ছাসেবী সংগঠন নির্মাণের আয়োজনে টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়। পঞ্চগড় জেলার আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের আহ্বায়ক ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল, বোদা থানার অফিসার ইনর্চাজ একেএম নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, অধ্যাপক ফারুক আলম টবি, রবিউল আলম সাবুল, আশরাফুল আলম লিটন, জামিউল হক, আমিনুল ইসলাম, আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও মরহুম সামসুল আলমের পুত্র বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমি।
শীর্ষে আর্জেন্টিনা, দুইয়ে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছে আর্জেন্টিনা। আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল আছে দুই নম্বরে। গেল মাসে জার্মানিকে টপকে দুইয়ে উঠে আসে ব্রাজিল। জুনে দুঙ্গার পরিবর্তে দায়িত্বে আসেন লিওনার্দো বাচ্চি তিতে। এরপর দারুণ ছন্দে ফেরে সেলেসাওরা। তিতের অধিনে র‌্যাঙ্কিংয়ের সাত ধাপ ওপরে উঠেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচের অধিনে জিতেছে টানা ছয় ম্যাচ। শীর্ষ দশে কোন পরিবর্তন নেই। তিনে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এরপর আছে চিলি, বেলজিয়াম ও কলম্বিয়া। দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ। বেঙ্গল টাইগাররা আছে ১৮৫ নম্বরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন