শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

প্রিয়তমা

আবরার নাঈম | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

প্রিয়তমা, তোমাকে সাথে নিয়ে জীবনের
কতটি বসন্ত পেরিয়েছি!
কতো ঝড়-ঝাপটা, বাধা-বিপত্তি
প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছি
দু’ জন তবুও ভালোবাসার
প্রাচীর থেকে খসে পড়েনি বিন্দু পরিমাণ
আস্তর
প্রিয়তমা, এই শহরে সবাই স্বার্থের গোলামী করে
তবু কেনো তোমাকে নিঃস্বার্থভাবে
ভালোবাসি জানো?
যেদিন কবুল শব্দ বলে তোমাকে আপন করে
নিয়ে ছিলাম সেদিন থেকেই তুমি
তোমার সখ-আহ্লাদ, পছন্দ-অপছন্দ
সবকিছু বিনা প্রশ্নে আমার উপর
অর্পণ করে দিয়েছিলে।
প্রিয়তমা, আমি তোমার রূপের প্রেমে পড়িনি
কোনদিন! কারণ সেটা সাময়িক এবং ধ্বংসশীল।
তোমার ভেতরে থাকা একজন
আদর্শবান স্ত্রীর যে গুণ ছিল—
সেটাই আমাকে তোমার প্রেমের বাঁধনে
বেঁধে দিয়েছিল সেদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন