রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

ভোগান্তি

মজনু মিয়া | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

পৌষালি এই শীতে বাড়ছে মানুষ জনের ভোগান্তি
হিম শীতল কুয়াশার ঘোরে এতসব হয় অশান্তি
শিশু এবং বৃদ্ধ মানুষ কুঁকায় শুয়ে বসে হায়রে
সর্দি ঠাণ্ডা জ্বর কাশি বলছে শীত কেন যায় না রে
কাজে কর্মে ভোগান্তি হয় শীত সময়ের দোষ চাপে
জবুথুবু বসে বসে আগুন তাপে কিংবা রয় চা কাপে
অযাচিত পোশাক আশাক গায়ে নিয়ে ঘুরতে হয়
ঠকঠকিয়ে কাঁপতে কাঁপতে কঠিন রোগে মরতে হয়
গরীব দুখীর জীবন যেন রেললাইন ফুটপাতের পরে
খোঁজতে গেলে দেখি কেউ রয় না ধরায় দুখীর তরে
ধন সম্পত্তি অধিক অর্থ থাকলে কারো কাছে আজ
ইহকাল পরকালের জন্য করুন নিজে ভালো কাজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন