বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উত্তাপ ফিরবে রানপ্রসবা সাগরিকায়?

নিরুত্তাপ টিকিটবাজার

রুমু, চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

বিপিএল ঢাকা পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। প্রথম দিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দুপুর ২টায় প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
গতকাল ম্যাচ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দীর্ঘ সময় অনুশীলনে ঘাম ঝরিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিংয়ে গুরুত্ব বেশি দিয়েছেন দলের কোচ। নেটে টপঅর্ডার ব্যাটারদের বেশি করে ঝালিয়ে নিয়েছেন। প্রথম ম্যাচে ব্যাটিং একেবারে বাজে হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে চট্টগ্রামের দলটি। ওই ম্যাচে নজরকাড়া দুই ওপেনার ম্যাক্স ও’ডড ও উসমান খানের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন কোচ। কারণ তিনি জানেন এই দুই ব্যাটসম্যান যে ছন্দ ফিরে পেয়েছেন, তা কাজে লাগাতে হবে। নিজেদের ভেন্যুতে চট্টগ্রাম ম্যাচ খেলবে চারটি। কাজেই এখানে একটু বাড়তি চাপ থাকবে সেটা বলা যায়। দলের কোচ জুলিয়ান উড যেন প্রস্তুতিতে কোন রকম ফাঁকফোকর রাখতে চান না। তাইতো দলের ক্রিকেটারদের নিয়ে দারুণ সিরিয়াস।
নেটের অনুমীলনের পাশাপশি ব্যাটসম্যানদের বড় ছক্কা মারার অনুশীলনও করিয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান শক্তি দলের পেস বোলিং। তাই দলের পেসারদেরও বাজিয়ে দেখেছেন কোচ। যদিও চট্টগ্রামের উইকেটে পেসাররা একটু বেশি সুবিধা পেয়ে থাকে, তাই বোলিং আক্রমণে পেসারদের আধিক্য বেশি থাকবে। দলটির রয়েছে তাইজুলের মতো কোয়ালিটি স্পিনারও। তবে টিম কম্বিনেশনটাই যেন বেশি জুরূরি দলের কোচের কাছে। আর সেজন্যই দ্রুত একটি সমন্বিত দল গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন কোচ। ঘরের মাঠে অতীতে চট্টগ্রাম দল খুব ভালো করেছে বলে নজির নেই। তবে এবারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চাইছে সেই ধারা পরিবর্তন করতে। যেহেতু পারের রাউন্ডের আগে চারটি ম্যাচ এই মাঠে, তাই এখান থেকেই সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে ফিরতে চায় তারা। দলে উসমান খানের মতো উইকেট রক্ষক রয়েছেন, যিনি কিনা আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরিও করেছেন।
দুই ম্যাচে এক জয়ে বরিশালের পয়েন্ট দুই। তবে চট্টগ্রামের চেয়ে রানরেটে এগিয়ে সাকিব আল হাসানদের অবস্থান পয়েন্ট টেবিলে তিনে। প্রথম দিনের অনুশীলনের ফাঁকে বরিশালের ইবাদত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়। ভালো উইকেট থাকে। আশা করছি আমরা ভালো করব।’
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের খুলনা টাইগার্স ও নুরুল হাসানের রংপুর রাইডার্স । দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি তামিম খুলনা। তাই চট্টগ্রামে আজ নিজেদের তৃতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রতিপক্ষ রংপুর রাইডার্স তাদের চেয়ে এখনো পর্যন্ত এগিয়ে। সমানসংখ্যক ম্যাচ খেলে একটি জিতে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। অপরদিকে খুলনার অবস্থান তলানির দিকে, ষষ্ঠ। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। রংপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় খুলনা। যদিও ব্যাপারটি বেশ কঠিন।
এদিকে, থেকে শুরু হয়েছে ম্যাচের টিকিট বিক্রি। তবে আগের মতো মেন ভীড় নেই। এমএ আজিজ স্টেডিয়াম এবং সাগরিকা কাউন্টার ছিল প্রায় ফাঁকা। তবে চট্টগ্রামের মানুষ ক্রিকেট পাগল। তাই আজ ম্যাচের দিন টিকিট কেটে দর্শকরা স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন