বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দেলোয়ার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার আব্দুর রশীদের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেলোয়ারের ছোট ভাই আমির হোসেন ও সুনামগঞ্জ ২৮ বিজিবি পরিচালক মো. মাহবুবুর রহমান পিবিজিএম।

শুক্রবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গা ছড়া এলাকার বিএসএফের ছোড়া গুলিতে দেলোয়ার ও মারধরে এক নারী আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিজিবি টহল জোরদার করেছে বলে জানানো হয়। বিএসএফের গুলি দেলোয়ারের কোমড়ে বিদ্ধ হলে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার তিনি মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন