চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচের আসর ১৯৯৯-২০০০ মৌশুম থেকে প্রবর্তিত হলেও যুব ক্রিকেটারদের জন্য লংগার ভার্সন ক্রিকেট ম্যাচের আসর আয়োজনে বেড়েছে প্রতীক্ষা। ফ্রাঞ্চাইজি ভিত্তিক অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রæতি দিয়েও শেষ পর্যন্ত আগ্রহী ফ্রাঞ্চাইজি না পাওয়ায় আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৪ টি দলকে নিয়ে চার দিনের ক্রিকেট ম্যাচের আসর। বিসিএল’র আদলে ইয়ুথ ক্রিকেট লীগ নামে প্রবর্তনের অপেক্ষায় থাকা আসরটিতে খেলবে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ নামের চারটি জোন।
সিঙ্গল লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই আসরে প্রতি রাউন্ডের ম্যাচগুলো একসঙ্গে চট্টগ্রামের ২টি ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ রাউন্ডে পয়েন্ট তালিকায় শীর্ষ ২টি দল খেলবে ফাইনালে। আজ থেকে শুরু হওয়া আসরের প্রথম রাউন্ডে এম এ আজিজ স্টেডিয়ামে ইস্ট জোন খেলবে সেন্ট্রাল জোনের বিপক্ষে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ জোনের প্রতিপক্ষ নর্থ জোন। উদ্বোধন করবেন বিসিবির সহ-সভাপতি ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এই লিগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিকাংশ ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। তবে চোট পাওয়ায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও উইকেট কিপার জাকির হাসান অংশ নিচ্ছেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন