বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামে ‘আত্মীয়’ পেল পাকিস্তানিরা!

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

জহুর আহমেদ চৌধূরী ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেন্যুতে বিকেলে চলছিল ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। স্টেডিয়াম চত্বরের মূল ফটক দিয়ে প্রবেশমুখের একটু এগিয়ে পার্কিং লটের ডানদিকে নতুন এক অনুশীলন ভেন্যু করেছে সাগরিকায়। আগেও ছিল, তবে এবার তা পেয়েছে আধুনিকতার ছোঁয়। যেখানে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে ব্যস্ত একটু পরেই ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে লড়াইয়ে নামার অপেক্ষায় দুই পাকিস্তানি চ্যালেঞ্জার্স ওসমান খান এবং খোয়াজা নাফাই। ঠিক সেই সময় ঐ প্রান্তের গ্যালারি থেকে আদুরে কণ্ঠে ভেসে এলো ‘ওসমান চাচ্চু, ওসমান চাচ্চু’ ডাক। ভাষাগত পার্থক্য থাকলেও এই শব্দের সাথে বেশ ভালোভাবেই পরিচিত পাকিস্তানিরা। ঐ ডাক সম্মোহিতের মতো আকর্ষণ করে ওসমানের সাথে থাকা খোয়াজাকেও। শব্দের উৎপত্তিস্থল ধরে সেদিকে তাকিয়ে বিমোহীত এই দুই পাকিস্তানি তারকা। তাদের মনোযোগ আকর্ষণের জন্য নাম ধরে ডাকছে এক ছোট্ট কিশোরি! ভালোবাসার এই চাচ্চু ডাক উপেক্ষা করতে পারেননি ওসমান ও খোয়াজা নাফাই। প্র্যাকটিসের ফাঁকে ছুটে আসেন এই কিশোরির কাছে। লোহার গ্রিলের এপার ওপার দাঁড়িয়ে হাত মেলান, ছবি তোলেন এইক্ষুদে দর্শকের সাথে। তাকে আদরও করে দেন। যা গ্যালারিতে অসংখ্য দর্শকের মধ্যেও ব্যাপক আনন্দ উদ্দীপনা তৈরি করে।
পরে ওই কিশোরির সাথে কথা বলে জানা যায়, তার নাম জান্নাতুন নাহার রিচি। সে চট্টগ্রাম ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বাবা মায়ের সাথে সে বিপিএল-এর খেলা দেখতে এসেছে। রিচি জানায়, সে ক্রিকেটের খুব ভক্ত, বাংলাদেশের সাকিব আল হাসান তার প্রিয় ক্রিকেটার। চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা দেখতে এসে ওসমান খান ও খোয়াজা নাফাইকে দেখে অনেক ভালো লেগেছে। ফলে প্র্যাকটিস চলাকালীন চাচ্চু চাচ্চু ডেকে সে তাদের মনযোগ আকর্ষন করতেই বাবার কাছ থেকে তার নাম জেনে ডেকেছে সে। এই ভালোবাসায় উদ্দীপ্ত হয়েই কি-না ঢাকাকে হারিয়ে ঘরের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম। সাহরিকায় আজ সন্ধ্যায় স্বাগতিদের প্রতিপক্ষ হারের বৃত্তে ডুবে থাকা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মনিরুল ইসলাম ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 0
একেই বলে ভালোবাসার মানুষ, ভালোবাসার দল। দেশ কিছু না।
Total Reply(0)
Ismail Sagar ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 0
তাদের জন্য শুভ কামনা রইলো ।
Total Reply(0)
Zillur Rahaman ১৬ জানুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 0
সুন্দর একটা খবর তুলে ধরার জন্র ধন্যবাদ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন