সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বিশেষ ৪ সেবাদান কাউন্টার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৭:০৯ পিএম

আরও গতিশীল ও গ্রাহকবান্ধব সেবাদানের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চারটি নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে। সেখানে বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, বিশেষ চাহিদাসম্পন্ন এবং সিনিয়র সিনিজেনরা সুবিধা নিতে পারবেন।

সোমবার (১৬ জানুয়ারি) ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ে নতুন চারটি কাউন্টার উদ্বোধন করেন।

স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান ও মো. আলী আশরাফ আবু তাহেরসহ অন্যান্য নির্বাহী, স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সোনালী ব্যাংক ১৭টি শাখাকে মডেল শাখা হিসেবে রূপান্তর করবে। ক্রমান্বয়ে আরও বৃহত্তর পরিসরে দেশের সব প্রান্তে বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে। মডেল শাখায় গ্রাহকেরা আরও দ্রুত এবং সহজে সব ব্যাংকিং সেবা নিতে পারবে এবং মডেল শাখা হিসেবে স্থানীয় কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, বিশেষ চাহিদাসম্পন্ন এবং সিনিয়র সিনিজেনদের জন্য চারটি নতুন কাউন্টার খোলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন