ফুটবলপ্রেমীদের কাছে গত এক যুগে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ কোনটি জিজ্ঞেস করলে এক বাক্যে উত্তর আসত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াইয়ের। দুই জনই নিজেদের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়। 'এল ক্লাসিকো' নামে পরিচিত এই দুই জায়ান্ট ক্লাবের লড়াই এমনিতেই জনপ্রিয়,তার ওপর দুই দলে প্রজন্মের সেরা দুই ফুটবলার খেলায় গত এক দশক ম্যাচটি পরিণত হয়েছিল ধ্রুপদী লড়াইয়ে। দুই মহাতারকার পরস্পর মুখোমুখি লড়াইয়ে দেখতে মুখিয়ে থাকত সমগ্র ফুটবল বিশ্ব।
এরপর মেসি ও দুধ দুই ভিন্ন লিগে খেললেও কালেভদ্রে তাদের দেখা হতো চ্যাম্পিয়ন্স লিগে।তবে সম্প্রতি সিআর সেভেন ইউরোপ ছেড়ে সউদী ক্লাব আল নাসের যোগ দেওয়ায় এই দুই তারকার মাঠে আর দেখা হবে না বলেই ধরে নিয়েছিল সবাই।
তবে খুশির খবর হচ্ছে এক বিশেষ প্রীতি ম্যাচে দেখা হয়ে যাচ্ছে এই দুই ফুটবল গ্রেটের।আল নাসেরের হয়ে রোনালদো তার অভিষেকে পেয়ে যাচ্ছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসি ও তার দল পিএসজিকে।
আগামী ১৯ জানুয়ারি সউদী আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। এই ম্যাচে মেসি-রোনালদোর সঙ্গে মাঠে নামবেন ব্রাজিলের নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলাররা।একাধিক তারকার অংশগ্রহণের ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া। ৭.৫ লাখ ইউরোতেও পাওয়া যাচ্ছে না সেই ম্যাচের একটি টিকিট। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে।
ফুটবল বক্তাদের মাঝেও এই ম্যাচ নিয়ে বিরাজ করছে চরম উম্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বের ফুটবল ভক্তরা বিভিন্নভাবে হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে তাদের প্রত্যাশা ও স্বপ্নের কথা ব্যক্ত করছেন।
এসবের মাঝে রোনালদো ও মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ রেখে ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামক একটি টিকিট নিলামে তুলেছে সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়। এই টিকিটের দামও ইতোমধ্যে আকাশচুম্বী হয়েছে। আরব দেশটির ব্যবসায়ী মুশরেফ আল-ঘামদি ‘বিয়ন্ড ইমাজিনেশন’ টিকিটটি পেতে নিলামে দাম হাঁকিয়েছেন ২.৬৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৭ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৮৮২ টাকা!
বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথের ম্যাচের মূল্য প্রথম দিকে ২.৫ লাখ ইউরো নির্ধারণ করা হয়। যা নিলাম প্রক্রিয়ার অধীনে ছিলো। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।অনলাইনে ম্যাচের টিকেটের জন্য অনুরোধ এসেছে ২০ লাখ,অথচ গ্যালারির ধারণক্ষমতা ৬৮ হাজার।
প্রদর্শনীমূলক ম্যাচটিতে থাকছে বিশেষ টিকেটের ব্যবস্থা। এই টিকেটের ক্রেতা উপস্থিত থাকতে পারবেন পুরস্কার বিতরণী মঞ্চে। ড্রেসিংরুমেও থাকবে তার অ্যাকসেস। এছাড়া তিনি কথা বলতে পারবেন মেসি-রোনালদোর সঙ্গেও। বিশেষ টিকেটের চলছে নিলাম। তাতেও উঠছে চড়া দাম। সউদী আরবের রিয়াল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের জেনারেল ম্যানেজার মুশরেফ আল-ঘামদি ইতোমধ্যে ১ কোটি রিয়ালের প্রস্তাব জানিয়েছেন। নিলাম শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।
মন্তব্য করুন