শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাগতিকের দৌড়ে ৪টি শহর

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে অলিম্পিকের ৩৩তম আসর আয়োজনের লড়াইয়ে রয়েছে চারটি শহর। উক্ত আসর আয়োজনের আগ্রহের কথা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে জানিয়েছে শহরগুলো। শহরগুলো হলো ইতালির রাজধানী রোম, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও ফ্রান্সের রাজধানী প্যারিস। আট বছর পর গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক হওয়ার দৌড়ে প্রথম ধাপের এই লড়াইয়ে এরই মধ্যে আবেদন করেছে উক্ত শহরগুলো। এরপরও অপেক্ষা করছে আরো দুটি ধাপ। বিশ্ব অলিম্পিকের নিয়ন্ত্রক সংস্থা (আইওসি) প্রতিযোগিতার স্বাগতিক শহর বেছে নেওয়ার প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছে। এর আগে পুরো প্রক্রিয়াটি এক ধাপেই সম্পন্ন করা হতো।
এ বছরের অগাস্টে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিয়েতে হবে অলিম্পিকের ৩১তম আসর। ২০২০ সালে অলিম্পিক হবে জাপানের টোকিওতে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন