শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এশিয়া কাপের বাছাইপর্ব আজ থেকে

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়া কাপের ফরমেটে এসেছে পরিবর্তন। ৫০ ওভারের ম্যাচের পরিবর্তে এই আসরটি টি-২০ ফরমেটে। তিন আসর বিরতি দিয়ে এশিয়া কাপের মূল পর্বে যুক্ত হচ্ছে বাছাইপর্বে সেরা দল। তবে ৫ দলকে নিয়ে আগামী ২৪ ফেব্রæয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের মূলপর্ব মাঠে গড়ানোর আগে ৪ জাতির বাছাইপর্বের লড়াই শুরু হচ্ছে আজ ফতুল্লায় বাছাইপর্ব। এশিয়া কাপের সর্বশেষ আসরে এশিয়ার ৪ টেস্ট প্লেয়িং দেশের সঙ্গে আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ পেলেও আজ থেকে অনুষ্ঠেয় বাছাইপর্বে শ্রেষ্ঠত্ব অর্জনে তাদেরকে লড়তে হবে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। বাছাইপর্ব খেলতে গত বুধবার অংশগ্রহণকারী ৪টি দল ঢাকায় পা রেখেছে। গতকাল চারটি দলই করেছে অনুশীলন। আজ ফতুল্লায় উদ্বোধনী দিনেই মাঠে নামছে চার দল। দিনের প্রথম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাছাইপর্বের ফেভারিট আফগানিস্তানের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ম্যাচে হংকংয়ের প্রতিপক্ষ ওমান। বাছাইপর্বের ম্যাচগুলোতে পানির দরে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ১৯ থেকে ২২ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় প্রতিটি দিনে বাছাইপর্বের সাধারণ গ্যালারির টিকিট মাত্র ২০ টাকা করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন