রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:৫৭ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, হিজড়াদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

তিনি বলেন, হিজড়ারা আমাদেরই স্বজন। হিজড়া হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোন দোষ না। প্রকৃতির কারণেই তাদের এ কষ্ট।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে 'বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি' আয়োজিত আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন,বন্ধু'র মতো অন্যান্য সংগঠনগুলো তাদের আশ্রয়স্থল। সুখে-দুঃখে তাদের আশা-ভরসার জায়গা। এসব মানবিক সংগঠনগুলো হিজড়াদের ভালোবাসা দিয়ে কাছে রাখছে।

প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হিজড়াদের নিয়ে কাজ করতে আগ্রহী।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আনিসুল ইসলাম হিরো'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন