শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকার দেশের অর্থনীতিকে ভোগলা করে ফেলেছে--গয়েশ্বর

কেরানীগঞ্জ ( ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৫ পিএম

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ভোগলা করে ফেলেছে। তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশের ব্যাংকগুলো থেকেও টাকা লুটপাট করা হচ্ছে। সরকার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা মিলে দেশের সবকিছু লুটেপুটে খাচ্ছে। এখন দেশ চালাতে সরকার হিমশীপ খাচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার সকালে জিনজিরায় বিএনপি'র দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির কারণে মানুষ এখন দিশেহারা।নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সাথে বিদ্যুতের দামও বৃদ্ধি করা হয়েছে। আমরা গণতন্ত্র ফেরত চাই। আমার ভোট আমি দিতে চাই। গণতন্ত্রকে ফিরে আনতে আগেও যেমন অনেকে শহীদ হয়েছেন ভবিষ্যতেও আরো অনেককে শহীদ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ছিলেন রনাঙ্গনর সেক্টর কমান্ডার। তিনি প্রথম বেতারে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, ঢাকা জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি'র সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,জিনজিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর শাহানেওয়াজ, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের মহাসচিব আতিকুর রহমান মানিক, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা শ্রমিক দল নেতা আসাদুর রহমান সোহেল ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা তাতি দলের সভাপতি হীরা প্রমূখ । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন