রাত এতো দীর্ঘ বলেই
পুরোনো দুঃখ ভর করে
চোখের পাতায়
ঘুমের শ্রান্তি বিশ্রামে যায়
প্রাক্তনে মনে পড়তে থাকে
হাজারো পুরোনো রাত্তিরে।
তখন পরশ্রীকাতর হই
দুঃখিত হই
আবেগী হই
ভয়ংকর হই !
হাবিজাবি খড়কুটোয় শেষ হয়
সমস্ত রাত্রির ছায়া
অভিশাপ বকে যায়, তপ্ত হয় গানঘর
একা একা ফেলে যায় রাত্রি
আমায় পুরোনো দিনে
এতো ক্লান্তি কখনো দেখিনি আমি
এতো সহ্য করিনি বিশ্রী পাহাড়
এইসব দীর্ঘ রাতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন