শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

অতিথি পাখি

মমতা মজুমদার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যখন চেয়েছি তারে,
আসেনি সে কোন কালে!
ভুল করেই ভুলের পুনরাবৃত্তি ঘটেছে,
শুধু যে বারে বারে।
ভালোবাসায় ভুল কি ছিল?
শুধাইও ঐ নদীর পাড়ে
পাখিরাও ভুল করে ফিরে আসে
অতিথি হয়ে; বারংবার মনটা কাড়ে!
তুমিও তো অতিথি ছিলে,এলে না
ভালোবেসে আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে
নিজ ছায়াও থাকে না পাশে।
নিস্তব্ধ প্রহরগুলো কাটে শুধু সংগোপনে
ভাবনার বিষ ঢেলে বার বার দগ্ধ করে!
আঁখিতে কুয়াশা মেখে কত হেমন্ত গেল চলে
টুপটুপ ঝরে পড়ে দেখে না কেউ ভোর হলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন