যখন চেয়েছি তারে,
আসেনি সে কোন কালে!
ভুল করেই ভুলের পুনরাবৃত্তি ঘটেছে,
শুধু যে বারে বারে।
ভালোবাসায় ভুল কি ছিল?
শুধাইও ঐ নদীর পাড়ে
পাখিরাও ভুল করে ফিরে আসে
অতিথি হয়ে; বারংবার মনটা কাড়ে!
তুমিও তো অতিথি ছিলে,এলে না
ভালোবেসে আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে
নিজ ছায়াও থাকে না পাশে।
নিস্তব্ধ প্রহরগুলো কাটে শুধু সংগোপনে
ভাবনার বিষ ঢেলে বার বার দগ্ধ করে!
আঁখিতে কুয়াশা মেখে কত হেমন্ত গেল চলে
টুপটুপ ঝরে পড়ে দেখে না কেউ ভোর হলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন