শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দেশে এলো অডির ইলেকট্রিক কার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৮:২০ পিএম

অডির বিদ্যুৎচালিত গাড়ি এখন বাংলাদেশে। এরই মধ্যে বিদ্যুৎচালিত গাড়িটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) ইভি ক্যাটাগরিতে নিবন্ধন পেয়েছে। ই-ট্রন ৫০ ঝটঠ মডেলের গাড়িটি উদ্বোধন হয়েছে ২১ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। রোববার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অডি জানিয়েছে, মাত্র ৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি সঞ্চারণের ক্ষমতার অধিকারী এই গাড়িটি এক চার্জে ৩০০ কিলোমিটার যেতে পারে।

ই-ট্রনের প্রাথমিক ফিচারগুলোর মধ্যে রয়েছে মেট্রিক্স এলইডি হেডলাইটস, অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০’ আউডি এলয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানারমিক গ্লাস সানরুফ, ৪ জোন ক্লাইমেট চেঞ্জ কনট্রোল এসি, লেদার সিটস, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা। গাড়িটি পাওয়া যাবে, বাংলাদেশে অডির অনুমোদিত প্রতিনিধি, প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড (পিএমআইএল) এর কাছে। তেজগাঁওয়ে গাড়িটি বিক্রি করা হচ্ছে ১ কোটি ৫৯ লাখ টাকায়। গাড়িটিতে ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ ২ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি থাকছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন