শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ওয়েস্ট এশিয়া কাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:৪৬ পিএম

ওয়েস্ট এশিয়া কাপ বেসবল টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ বেসবল দল। বুধবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। আসরে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও ফিলিস্তিন বেসবল দল অংশ নেবে। বাংলাদেশ দলের এই সফরে আর্থিক সহযোগিতা করছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘সদ্য সাবেক জাপানী রাষ্ট্রদূত আমাদের এই সফরে আর্থিক সহযোগিতা করেছেন। তার প্রচেষ্টায় বেশ কিছু জাপানী সংস্থা আমাদের পাশে এসে দাড়িয়েছে।’ বাংলাদশ থেকে পাকিস্তানে সরাসরি বিমান যোগাযোগ নেই। বুধবার সকালে বাংলাদেশ বেসবল দল গালফ এয়ারযোগে বাহরাইন হয়ে ইসলামাবাদে যাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন