শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্পিড স্টার তাসকিনের আগুনঝরা বোলিংয়ে জয়ে ফিরল ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:৪৮ পিএম

বিপিএলে টানা ছয় হারে বিধ্বস্ত ঢাকা ডমিনেটর্সকে একাই জেতালেন পেসার তাসকিন আহমেদ। দলের ব্যাটাররা খুলনা টাইগার্সের সামনে লক্ষ্য দাঁড় করিয়েছিল মাত্র ১০৯ রানের। কিন্তু তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ে সে সহজ লক্ষ্যটাও পাহাড় হয়ে ধরা দেয় তামিমদের সামনে।

স্পিড স্টারের বোলিং নৈপুণ্যে অবশেষে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ‍ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে ২৪ রানের জয় পেয়েছে নাসির হোসেনের দল। তাসকিনদের বোলিং তোপে ১৫.৩ ওভারে খুলনার ইনিংস গুটিয়ে গেছে ৮৪ রানে।

৩.৩ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় তাসকিন একাই তুলে নেন ৪ উইকেট। এ ছাড়াও দুটি করে উইকেট শিকার করেছেন আল-আমিন হোসেন ও নাসির হোসেন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জয়ের লক্ষে নেমে ভালোই জবাব দিচ্ছিল খুলনা। শুরুতে শাই হোপকে (৫) হারালেও আরেক ওপেনার তামিম ইকবাল সচল রেখেছিল রানের চাকা। যদিও দ্বিতীয় উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় (৪)।

কিন্তু দলীয় ৪১ রানে ৩০ রানের ইনিংস খেলে তামিম বিদায় নিলে চাপে পড়ে খুলনা। আজম খানকে ফিরিয়ে (৪) সে চাপ আরও বাড়িয়ে দেন তাসকিন। দলীয় ৬৭ রানে অধিনায়ক ইয়াসির আলি ২১ রানের ইনিংস খেলে বিদায় নিলে খুলনা শিবিরে শঙ্কা জাগে হারের।

মোহাম্মদ সাইফউদ্দিন, আমাদ বাট, নাহিদুলরা শেষ পর্যন্ত দলকে আর হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি। মাত্র ১০৯ রান তাড়া করতে নেমে তাদের ইনিংস গুটিয়ে যায় ৮৪ রানে। তাতে ২৪ রানের জয় তুলে আবারও লড়াইয়ে ফেরে ঢাকা।

৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে উঠে এসে ঢাকা এখন অবস্থান করছে ষষ্ঠ স্থানে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান পাঁচে।

এর আগে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে নাসিররা গুটিয়ে যায় মাত্র ১০৮ রানে। খুলনার পক্ষে ৪ ওভার বল করে ২ মেডেন দিয়ে মাত্র ৬ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন