রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় মোবাইলকোর্টের অভিযানে সড়কের পাশের ৫০ টি অবৈধ স্থাপনা অপসারণ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৬:৫৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইল কোর্টের অভিযানে সড়কের পাশের প্রায় ৫০ টি অবৈধ স্হাপনা অপসারণ করা হয়েছে। বুধবার সাড়াদিন ব্যপী মোবাইলকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ উপজেলা সদর ইউনিয়ন ভুমি তহশিলদার জাহাঙ্গীর হোসেন কে সঙ্গে উপজেলা সদরের পস্চিমপাড় ও হাসপাতাল রোডে অভিযান চালিয়ে কমপক্ষে ৫০ টি দোকান ও ডায়াগনিস্টক সেন্টারের সামনের বারান্দা অপশারণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন শেখ ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারীরাসহ কোটালীপাড়া থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইলকোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন হাসপাতালের সামনে ও উপজেলা সদরের পস্চিমপাড় ব্যস্ততম সড়কে জনসাধারণের নির্বিগ্নে চলাচলের জন্য দুইপাশের অবৈধ স্হাপনাগুলো অপশারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্হাপনা গুলোও অপশারণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন