বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী ফুটবলের পাশে এবিজি বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ এএম

ঘরোয়া ফুটবলে বেশ কয়েকটি ক্লাবকে নিয়মিত আর্থিক সহযোগিতা করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এবার তারা জাতীয় নারী ফুটবল দলের পাশে এসে দাঁড়িয়েছে । এই গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান এবিজি বসুন্ধরা লিমিটেড আগামী তিন বছরের জন্য সাবিনা খাতুনদের পৃষ্ঠপোষকতা করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে তারা। গতকাল দুপুরে বসুন্ধরা গ্রুপের এমডি হাউজে এবিজি বসুন্ধরা লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও জাতীয় নারী দলের পক্ষে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ চু্িক্ততে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং এবিজি লিমিটেডের অ্যাডভাইজার মোস্তফা আজাদ মহিউদ্দিন। চুক্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশ জাতীয় নারী দলের জার্সিতে এবিজি লিমিটেডের লোগো থাকবে এবং স্টেডিয়ামে এই গ্রুপের ব্রান্ডিং থাকবে বলে জানানো। চুক্তি স্বাক্ষর শেষে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘বসুন্ধরা গ্রুপ সত্যিকারভাবে খেলাধুলাকে ভালোবাসে। খেলার প্রতি তাদের ভালোবাসার জন্যই আজ আমরা এখানে। আমি ধন্যবাদ দিতে চাই সায়েম সোবহান আনভীরকে। তিনি সত্যিকার অর্থেই একজন খেলা পাগল মানুষ। আমাদেরকে তিনি যে কথা দিয়েছিলেন তা পূরণ করেছেন। আমরা আশা করবো বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থেকে দেশের নারী ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বাফুফের সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি হচ্ছে এবিজি বসুন্ধরার। নারী লিগ, মেয়েদের আন্তর্জাতিক ম্যাচসহ বাফুফের ক্যাম্পে যারা থাকে তাদের সকল খরচ এবিজি বসুন্ধরা লিমিটেড বহন করবে।’ তিনি যোগ করেন,‘বসুন্ধরা গ্রুপ একটি ক্রীড়া পরিবার। তারা নিজেদের প্রচারের জন্য নয়, দেশের ফুটবলের উন্নয়নের জন্যই জাতীয় নারী দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন