কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা বাজারে রডবোঝাই ট্রাক্টরের চাপায় কেফায়েত উল্লাহ মজুমদার (২২) নামে মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঙ্গড্ডা লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের বাঙ্গড্ডা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। নিহত কেফায়েত উল্লাহ মজুমদার (২২) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের লেদু মজুমদারের ছেলে এবং বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।
জানা যায়, কেফায়েত উল্লাহ মজুমদার তার মরহুম ফুফুর বাড়ীর লোকজনের জন্য খাবার নিয়ে পাশ^বর্তী বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর যাচ্ছিলেন। তিনি বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় তার মোটরসাইকেলের সামনে একটা অটোরিকশা পড়ে। এসময় কেফায়েত উল্লা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন