বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিলার ঝড়ে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:২৯ পিএম

রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ জয়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পেল মূল্যবান আরও ১০ পয়েন্ট।

রোববার ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৫ উইকেটে। ৩৪৩ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৫ বল বাকি থাকতে।

এই মাঠে ওয়ানডেতে প্রথমবার তিনশর বেশি রান তাড়ায় জিতল কোনো দল। আগের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও ছিল দক্ষিণ আফ্রিকার। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়ায় তাদের জয় ছিল ৬ উইকেটে।

 

এ জয়ের নায়ক বাভুমা ১০২ বলে ১৪ চার ও এক ছক্কায় খেলেন ১০৯ রানের দারুণ ইনিংস। ৩৭ বলে ৩ ছক্কা ও ২ চারে অপরাজিত ৫৮ রানের ইনিংসে জয় নিয়ে ফেরেন মিলার।

ইংল্যান্ডকে প্রায় সাড়ে তিনশ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা ছিল জস বাটলারের। ইংলিশ অধিনায়ক ৮২ বলে খেলেন অপরাজিত ৯৪ রানের ইনিংস। হ্যারি ব্রুক ৭৫ বলে করেন ৮০। ফিফটি আসে মইন আলির ব্যাট থেকেও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন