শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

খেলাধুলা

ইরানের দুই টুর্নামেন্টে ফাহাদ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পর পর দু’টি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলতে ইরান গেলেন বাংলাদেশের প্রতিভাবান দাবাড়– ফাহাদ রহমান। তার সঙ্গী হয়েছেন আরেক দাবাড়ু ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ। গতকাল রাতে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন লাল-সবুজের দাবাড়–রা। আগামীকাল শুরু হওয়া আট দিনব্যাপী পঞ্চম পায়তখত কাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে খেলবেন তারা। এরপর ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাশত শহরে বসবে ১৯তম কাসপিয়ান সি কাপ গ্র্যান্ডমাস্টার দাবার আসর। এ আসরেও খেলবেন বাংলাদেশের দুই দাবাড়–। দুটি টুর্নামেন্ট থেকেই গ্র্যান্ডমাস্টার জিএম নর্ম পাওয়ার লক্ষ্য ফাহাদ রহমানের। অবশ্য এ জন্য তাকে ৯ খেলায় সাত পয়েন্ট পেতে হবে। গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি নর্ম দরকার ফাহাদের। ইরানে অন্তত একটি নর্ম পেলেও ফাহাদের গ্র্যান্ডমাস্টারের পথে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন