শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রায় পাঁচ মাস আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গত বছর সেপ্টেম্বরে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ শিরোপা জেতার পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। কিছুটা বিলম্বে হলেও সেই সুযোগ ফের আসছে তাদের সামনে। আগামী এপ্রিল মাসে মেয়েদের অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। ওই আসরে খেলবে বাংলাদেশ নারী দল। অলিম্পিক গেমস বাছাইয়ে খেলার আগে ১৫ ও ১৭ মার্চ ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা। ম্যাচ দু’টিতে তাদের প্রতিপক্ষ কম্বোডিয়া। ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জোড়া প্রীতি ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সুত্রে জানা গেছে, সিঙ্গাপুরে অনুষ্ঠেয় চারজাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েও সেখানে খেলছে না কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন