উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। এই পর্বের আগে গোপারগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে মশাল বহন করে আর্মি স্টেডিয়াম পর্যন্ত নিয়ে আসবেন ২০ জন তারকা ক্রীড়াবিদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সূত্রে জানা গেছে, ক্রিকেট, ফুটবলসহ বিগত সময়ে বিভিন্ন গেমসে পদকজয়ীরাই এই মশাল বহন করবেন। তার আগে ক্রীড়াবিদ চূড়ান্ত করার জন্য আগামী রোববার এই ক্রীড়াবিদদের সঙ্গে বসবেন গেমস কর্তৃপক্ষ। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।
মন্তব্য করুন