ঘুমন্ত শহর
চারিদিকে নিষ্প্রাণ নিয়ন বাতিটা জ্বলছে।
চন্দ্রপ্রভার দ্যুতিমান আলো ছড়াচ্ছে সারা
পৃথিবীময় আলো করে।
নক্ষত্রের আদিপত্য বিস্তার চারপাশ জুড়ে
মনের আনন্দে টিপটিপ জ্বলছে ভালোবেসে।
স্মৃতির পেয়ালায় বিরহ ক্ষয়ে হৃদয়ে ঝড় তুলছে।
ঘুমহীন দু›চোখে জেগে থাকে কষ্টের কত শত গল্প
কেউ লিখে কাব্যকথায় কেউ লিখে স্মৃতির পাতায়।
বারে বার ভেবে ভেবে পুড়ছে।
মন্তব্য করুন