শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

চাঁদ

শিরিন আফরোজ | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

মায়াবী চাঁদ আগলে রাখে ক্লান্তময় রাত

চাঁদ কখনো দেয় অল্প আলো
আবার কখনো জোছনার জলপ্রপাত
শ্রাবণের বৃষ্টি, শীতের শিশির কিংবা চৈত্রের তাপ
সবি- নিজস্বতার টানে করে সময় পাড়
অন্যথায় অসাড়।
দিবারাত্রির আসা-যাওয়ায় জীবনের দৌড়
আপনত্বের ঘ্রাণে জীবন সুখ ফুল মাখা
লেপ্টে থাকে মনের উঠোন!
ও আমার মন তোমাকে তো চিনি
সুখ ফুলের ঘ্রাণে অগণিত স্বপ্ন যাই বুনি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন