ঝরা পাতার মর্মর ধ্বনিতে হৃদয় রাজ্যের পাষাণ পল্লী থরথরিয়ে কেঁপে ওঠে
শুকনো পাতায় জমে থাকা শিশিরের কণা যেন প্রেয়সির নিষ্প্রাণ দেহের কপালে প্রেমিকের শেষ চুম্বন চিহ্ন
অধিক শোকে পাথর বৃক্ষরাজি
বাতাসে বিষাদের বিউগল
স্তব্ধ চারদিক শুনশান নিরবতা
ঘাসের ডগায় প্রিয়ার চোখের জল, টলমল
কুয়াশার কাফনে মোড়া প্রকৃতির মৃত মায়া কাল।
মন্তব্য করুন