আমি খুঁজি, এখনও তোমাকে অবুঝ হয়ে
পৃথিবীজুড়ে সবখানে, অপ্রমেয় রূপসীদের ভীড়ে -
রক্তজবা চোখে আমার, গোলাপরাঙ্গা ঠোঁট
আমার গোধূলি বেলায়, মেলাতে পারি না সে হাসি
শ্রাবণের আকাশে-ও ঢেউ তুলে না এই হৃদয়ের
অশান্ত জলে জ্যোৎস্না ঝরা প্রেম;
তবুও কেন - জানি খুঁজে বেড়ানো, না বুঝে!
আমার এই ছোট্ট আকাশের ওই মস্তবড়ো চাঁদ!
তুমি কি পার না, যেখানে তোমার জ্যোৎস্না ঝরে
সেই বিলের জলে আমাকে পদ্ম হয়ে ফুটতে দিতে
বলতেই পার, পথ হারা পথিকরা পাগলও হয় বটে; হারানোর যন্ত্রণা যে কতোটা কষ্টের, এ তুমি না বুঝে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন