সত্যের মতোতুমি-আমি বৈধ সঙ্গী
কাবিননামা সামাজিক ও আইনি ভঙ্গি
জীবনটাকে শুরু করি তোমায় নিয়ে
জীবদ্দশা কাটবেই ভালোবাসা দিয়ে
সূক্ষ্ম প্রেমের অনুধাবন করেই জানি
সূক্তি হয়েই ঝরে তোমার মুখের বাণী
চখাচখি আমরা বিশ্বাসনিশ্বাস জুড়ে
চষি মনের চাওয়া-পাওয়া হৃদয় খুঁড়ে
নামেনামে জোড়কলমে আছি ছোঁয়ায়
নামাজ পড়ে পরকালেও চাহি দোয়ায়
ইজ্জত দিয়ে তোমায় মনে লালন করি
ইচ্ছে ‘একই সাথে যেনো আমরা মরি’
সংসার মানে বোঝাপড়া ভালোবেসে।
সদনে তাই ঢোকে সুখের আলো এসে ।
লাবণ্যময় তোমার দেহের সকল বিন্দু,
লাপাত্তা হয় তোমার সজ্জা দেখে ইন্দু ।
ম-ম গন্ধে ভরপুর জীবন আমি চাইছি,
মনের মতো প্রেমিকাবউ তুমি, পাইছি ।
মন্তব্য করুন