রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৩। শুক্রবার রাতে খিলগাঁও থানার রসুলবাগ এলাকা থেকে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামী তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় গত ৩ ফেব্রুয়ারিত ধর্ষণ মামলা হয়।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী হাতে গ্রেপ্তারের ভয়ে সে খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন