শাহিন আফ্রিদি ও শহীদ আফ্রিদি- পাকিস্তান ক্রিকেটের দুই আফ্রিদি এখন আনুষ্ঠানিকভাবে জামাই-শ্বশুর। গতপরশু করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয় (ইনসেটে)। এ সময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান অধিনায়ক বাবর, সতীর্থ শরফরাজ, ফখর, শাদাব, নাসিম ও সাবেক ক্রিকেটারদের বেশ কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন Ñটুইটার
মন্তব্য করুন