সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় উর্মিলা মণ্ডল (৫০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন মন্ডলের স্ত্রী।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ প্রমিলা মন্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী প্রমিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পালাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন