বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাশরাফিকে নিয়ে সিলেট সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) শুরু থেকেই উড়ন্ত ফর্মে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলের পাশাপাশি নিশ্চিত করেছে প্লে-অফও। উড়তে থাকা দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের সফল এই অধিনায়ককে নিয়ে দুঃসংবাদ পেল সিলেট সমর্থকরা। গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফি। এরপর দলের হয়ে পরবর্তী ম্যাচে শনিবার (৪ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেননি মাশরাফি।

মাশরাফির সবশেষ অবস্থা জানিয়ে সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ সাংবাদিকদের জানিয়েছেন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচেও মাশরাফিকে পাওয়া যাবে না। এমনকি কোয়ালিফায়ার ম্যাচে খেলা নিয়েও শঙ্কা রয়েছে।


মাশরাফির চোট নিয়ে দলটির প্রধান কোচ রাজিন সালেহ বলেন, ‘মাশরাফি আগামী ম্যাচেও খেলতে পারবে না। কোয়ালিফায়ারে খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। মাশরাফি বলছে ভালোই লেগেছে গ্রোয়েনে। সে নিজেই বুঝতেছে তার বর্তমান অবস্থা। এছাড়া ফিজিও জানিয়েছে যে ১০ থেকে ১২ দিন লাগে এমন ইনজুরি সারতে। চোট যেহেতু লেগেছিল আরও কয়েকদিন আগে। দেখা যাক কোয়ালিফায়ারে কি হয়।’

উল্লেখ্য’ চোটের কারণে গত ম্যাচে মাঠে নামতে পারেনি সিলেট। এই ম্যাচে রংপুরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে শিরোপা প্রত্যাশী দলটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন