গোপালগঞ্জের কোটালীপাড়ায় ওয়াবদারহাট বাজারে তেল চুরির ঘটনায় এখন পর্যন্ত চোর ধরা না পরায় ২২ দিনের মাথায় আবারো দোকান চুরি হয়েছে। সোমবার দিনগত রাতে ওয়াবদারহাট বাজারের সাদিয়া এন্টারপ্রাইজ নামক সার বীজ কীটনাশক বিক্রয়কারী দোকানটির পিছনের টিনের বেড়া কেটে ক্যাশ থেকে নগত ২০ হাজার টাকা ও ৩ হাজার টাকা মুল্যের একটি স্প্রে মেশিন চুরি হয়। মঙ্গলবার সকালে দোকানের মালিক মোঃ শাহাবুদ্দিন মিয়া কিশোর চুরির বিষয়টি নিস্চিত হয়ে বাজারের অন্যান্য দোকানদারদের জানান। সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক শাহাবুদ্দিন মিয়া কিশোর জানান প্রতিদিনের মত সোমবার সাড়াদিন দোকানের মালামাল বিক্রয় শেষে রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই,আজ মঙ্গলবার সকালে এসে দোকান খুলে দেখি যে দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ ২০ হাজার টাকা ও একটি স্প্রে মেশিন নেই এবং অন্যান্য মালামাল এলোমেলো অবস্হায় পরে আছে। এসময় দেখি দোকান ঘড়ের পিছনের টিনের বেরা কাটা। পরে আমি ঘটনাটি বাজারের দোকানদারদের জানাই।এর আগে ১৫ জানুয়ারী রাতে বাজারের সমর মিত্র ও সোহাগ কাজীর দুইটি মুদি দোকানের দুই লক্ষ টাকা মুল্যের ৮০০ লিটার তেল চুরি হয়। এছাড়াও ওয়াবদারহাট বাজারে আরো কয়েকটি দোকানে অনেকবার চুরির ঘটনা ঘটেছে কিন্তু কোন দৃস্টান্ত মুলক শাস্তি হয় নাই।ফলে চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। অপর দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় ওয়াবদারহাটের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন এর আগে তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত চোর ধরতে পারে নাই এর মধ্যে আবার চুরি আমরা দ্রুত এই চোর চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্হা করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বাজারের চুরি ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন