শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৩ পিএম

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় চীনের স্থায়ী প্রতিনিধি তাই পিং এ আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে মানুষের জন্য চিন্তা করতে, শান্তির জন্য চেষ্টা করতে, এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।

তাই পিং বলেন, ইউক্রেন সংকট সৃষ্টির পর বিগত এক বছর ধরেই মানবিক পরিস্থিতি উদ্বেগজনক ছিল। যুদ্ধের ভয়াবহতা কমেনি, বরং যুদ্ধক্ষেত্রে ভারি অস্ত্রের সরবরাহ অব্যাহত আছে। সশস্ত্র সংঘাত চলাকালে সৃষ্ট মানবিক সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকারভিত্তিতে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তাই পিং বলেন, ইউক্রেনে পারমাণবিক স্থাপনায় কোনো দুর্ঘটনা ঘটলে, ভয়াবহ মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে। পারমাণবিক বিদ্যুতকেন্দ্র লক্ষ্য করে গোলাবর্ষণ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, চীন সবসময় শান্তি, শান্তিপূর্ণ আলোচনা ও মানবতাবাদের পক্ষে। আন্তর্জাতিক সমাজ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে এগিয়ে আসবে বলে চীন আশা করে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Add
এম আর হাওলাদার ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৪ এএম says : 0
চীন দখলদারিত্ব নীতি মেনে চললেও যুদ্ধ বন্ধের আহ্বানটি পৃথিবী নামক গ্রহটির জন্য মঙ্গলজনক।
Total Reply(0)
Add
Sakawat ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৭ এএম says : 0
সবাই ভালো ভালো কথা বলে কিন্তু ভালো কাজ করেনা।
Total Reply(0)
Add
Sakawat ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৭ এএম says : 0
সবাই ভালো ভালো কথা বলে কিন্তু ভালো কাজ করেনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ