এবার (২০২২) রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৬০ শতাংশ। রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৯৮৯ জন।
২০১ টি কেন্দ্রে ৭৫২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থীর। এছাড়া মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন ও বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেয়। এবার নিয়মিত ছাত্র ৬৫ হাজার ৫৮৯ জন ও ছাত্রী ৫৯ হাজার ৩২৬ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৫৪ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৩৭৫ ও ছাত্রী ১ হাজার ৫৭৯ জন।
মন্তব্য করুন