শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু সাভাতে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেশের ২১ জেলার প্রায় সাড়ে পাঁচশ’ প্রতিযোগির অংশগ্রহণে ১৬ ফেব্রুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের খেলা। এছাড়া তিনটি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার ক্রীড়াবিদরাও অংশ নেবেন এ টুর্নামেন্টে। প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। এছাড়া সেরা ৯ মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাভাতে খেলোয়াড়কে বাছাই করে পরবর্তীতে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হবে। দুটি ক্যাটাগরির ৪৮ ইভেন্টে ১৯২টি পদকের জন্য লড়বেন প্রতিযোগিরা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশের চেয়ারম্যান দিলদার হাসান দিলু। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন