বিষাক্ত পোকায় ছেয়ে গেছে গাছ
বিবর্ণমুখ আঁধারে কিম্ভূতকিমাকার,
বাকল খসে পড়ে, দুর্গন্ধ ছড়ায়
কষ্টগুলো দুর্বোধ্য অভিযাত্রার সঙ্গী।
ক্ষত থেকে ঝরে পড়ে বিষাক্ত নির্যাস
শেকড়ে জন্মানো চারা কিংকর্তব্যবিমুঢ়,
অনিশ্চিত ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে দুয়ারে
মুহুর্তগুলো একটি দুঃসংবাদের অপেক্ষায়।
অতঃপর ক্যালেন্ডারের পাতায় স্থায়ী দাগ
স্মৃতিগুলো ঝাপসা হয়, বাতিল হয় বর্ষপঞ্জি,
ভুলে যায় নতুন প্রজন্ম, ঘুরে দাঁড়ায় স্বমহিমায়
সময় বলে দেয় যাত্রাপথের নির্দিষ্ট ঠিকানা।
মন্তব্য করুন