বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বর্ষসেরা কোচের দৌঁড়ে এগিয়ে স্কালোনি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। ২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা কোচ নির্বাচনে তাদের মনোনীত করা হয়েছিল। সেখান থেকে দিদিয়ের দেশম ও ওয়ালিদ রেগরাগিকে বাদ দিয়ে তালিকাটা এখন তিনজনের। যেখানে লড়াই করছেন সময়ের সেরা তিন কোচ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেষ্টার সিটির পেপ গার্দিওলা।
স্কালোনির কোচিংয়ে গত কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তারা পায় বিশ্বজয়ের স্বাদ, নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো। স্কালোনির কোচিংয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে কেবল সাউদী আরবের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটিতে। এবারের সেরা কোচের পুরষ্কার জেতার দৌড়ে স্বাভাবিকভাবেই বেশ এগিয়ে এই আর্জেন্টাইন। আনচেলত্তির কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে মাদ্রিদের দলটি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় ও একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েন আনচেলত্তি। অন্যদিকে গার্দিওলার কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। গত পাঁচ মৌসুমে যা তাদের চতুর্থ লিগ শিরোপা।
আগামী ২৭ ফেব্রুয়ারিতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন