বীর মুক্তিযোদ্ধা (ভাওয়াল বীর) শহীদ আহসান উল্লাহ মাষ্টার ৩য় জাতীয় টার্গেটবল (পুরুষ ও নারী) প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টার্গেট বল অ্যাসাসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির, সাধারণ সম্পাদক মো. দীন ইসলাম, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। প্রতিযোগিতায় সারাদেশের মোট ২৪টি অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন