শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

টুংগীপাড়ায় ইসলামী ব্যাংকের ৩১৮তম শাখা

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৮তম শাখা ২৭ ডিসেম্বর মঙ্গলবার গোপালগঞ্জের টুংগীপাড়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো: আবদুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, বোরহান উদ্দিন আহমেদ, ড. মো: জিল্লুর রহমান, মো: জয়নাল আবেদীন, মো: মিজানুর রহমান ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর চেয়্যারমান শেখ নাদির হোসেন লিপু, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন, টুংগীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও টুংগীপাড়া পৌর মেয়র মো: শেখ আহম্মেদ হোসেন মির্জা। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন টুংগীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো: সালাহ উদ্দিন, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির খান ও টুংগীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মো: ইয়াহিয়া। অনুষ্ঠানে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো: আবদুস সালাম। ব্যাংকের নির্বাহী কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে টুংগীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন