শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জয়পুরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৯ পিএম | আপডেট : ৬:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ ৫জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি একেবারে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা জানান

ঘটনাস্থলেই দুইজন ও হসপিটালে নেওয়ার পথে বাকিরা মারা যান। এখন পর্যন্ত কারো পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে দ্রুত এসে লাশ উদ্ধার করেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে দৈনিক ইনকিলাব জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ নুরে আলমের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে তবে হেলপার ও ড্রাইভার পালিয়ে যান ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন