শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫১ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে মো. সাহাবুদ্দিন নির্বাচিত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সচিবালয়ে থেকে প্রজ্ঞাপন জারি হয়েছেভ
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের আদেশক্রমে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়,প্রেসিডেন্ট নির্বাচন আইন ১৯৯১ (২৭ নম্বর আইন)-এর ধারা ৭ এবং প্রেসিডেন্ট নির্বাচন বিধিমালা ১৯৯১ এর বিধি ১২ এর উপ- বিধি ( ৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনার এর ঘোষণা মোতাবেক মো.সাহাবুদ্দিন পিতা. মরহুম, শরফুদ্দিন আনছারী, বাসা হোল্পিং ৮৮/১ গ্রাম শিরবামপুর, পাবনা পৌরসভা ডাক. পাবনা , উপজেলা সদর, জেলা পাবনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হইয়াছেন।
দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সোমবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি।
হাবিবুল আউয়াল বলেন, আমরা মনোনয়নপত্র বাছাই করেছি। একটি মনোনয়ন বৈধ হওয়ায় গ্রহণ করেছি। তাই বাকিটি দেখার প্রয়োজন পড়েনি। মনোনয়ন বৈধ হওয়ায় এ সময় তিনি মো. সাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করেন। আজকেই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান সিইসি। মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রেসিডেন্ট প্রার্থীর প্রস্তাবক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সমর্থক যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
হাবিবুল আউয়াল বলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া মনোনয়ন পরীক্ষার পর একজনের মনোনয়ন বৈধ থাকায় প্রেসিডেন্ট নির্বাচন আইন ১৯৯১ (২৭ নম্বর আইন)-এর ধারা ৭ অনুসারে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে সাবেক জেলা দায়রা জজ ও সাবেক দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। গত রোববার তার মনোনয়নপত্র ইসিতে গিয়ে জমা দেন আওয়ামী লীগের নেতারা। সাংবিধানিক বিধি অনুযায়ী, আগামী ২৪ এপ্রিলের মধ্যেই ২২তম প্রেসিডেন্ট হিসেবে নতুন কাউকে শপথ নিতে হবে। আইনে দুই মেয়াদের যে সীমা বেঁধে দেওয়া আছে, সে অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মো. আবদুল হামিদের দুই মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। তাই তিনি আর এই পদে প্রার্থী হতে পারবেন না। সোমবার সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট ঘোষণার মধ্য দিয়ে ১৮তম ব্যক্তি হিসেবে তিনি ২২তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বঙ্গভবনে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন