বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীর বাগমারায় তালগাছ মেরে ফেলায় আ.লীগ নেতাকে বহিস্কার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫০ পিএম | আপডেট : ৭:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ নেতা শাহারিয়া আলীকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শাহারিয়া আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি ভবানীগঞ্জ-হাট-গাঙ্গোপাড়া এলাকার বাইগাছায় নিজের পুকুরপাড়ের আমগাছ রক্ষার জন্য ৫০টি তালগাছে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করে। গত বছর তিনি সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার পাশে ওই পুকুর খনন করেন। সেই পুকুর পাড়ে আমগাছ লাগিয়েছেন। তার লাগানো সেই আমগাছ রক্ষা করতে রাস্তার পাশের তালগাছগুলো মেরে ফেলেছেন।
তালগাছের বাকল তুলে সেখানে কীটনাশক প্রয়োগ করেছেন শাহারিয়া আলী। এতে সড়কের পাশে থাকা তালগাছ মরে গেছে। তালগাছগুলো মেরে ফেলে পরিবেশ নষ্ট করেছে। পরিবেশ বান্ধব তালগাছ মেরে ফেলার ঘটনায় তার বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে শাহরিয়া আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আমগাছের পাশেই আগে থেকে স্থানীয় লোকজনের লাগানো সারিবদ্ধ তালগাছ আছে। প্রায় ১০ থেকে ১২ বছর আগে স্থানীয় এক বৃদ্ধসহ কয়েকজন ব্যক্তি সড়কের উভয় পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে তালগাছ লাগিয়েছিলেন। দলীয় পদে থেকে পরিবেশের এতো বড় ক্ষতি করতে পারে না মর্মে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন