শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দাবা লিগে চ্যাম্পিয়ান ডলফিন ক্লাব

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দাবা লিগে ১৩ পয়েন্ট নিয়ে প্লে অফ ম্যাচে জয়ী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডলফিন ক্লাব। চ্যাম্পিয়ন দল সাত ম্যাচে ছয়টিতে জয়ী ও একটিতে ড্র করে। নাইটস চেজ একাডেমি সমান পয়েন্ট পেলেও প্লে অফ ম্যাচে হেরে যাওয়ায় অপরাজিত রানার্স আপ হয়। এছাড়া চর বাংগামাটিয়া তরুন সংঘ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে। পাঁচলাইশ কাউন্সিলর একাদশ নয় পয়েন্ট নিয়ে চতুর্থ এবং প্রভারকর ক্লাব পঞ্চম স্থান অর্জন করে। দাবা খেলোয়াড় সমিতি আয়োজনে ও সিজেকেএস দাবা কমিটির সহযোগিতায় পাঁচ দিনব্যাপী সুইস লীগ পদ্ধতিতে এ আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে এমএ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে ১৪টি দলে ৮২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন। এতে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন