শুক্রবার ১১ অক্টােবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ০৭ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কিমের মেয়ের নামে রাখা যাবে না সন্তানের নাম, ঘোষণা উত্তর কোরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৬ পিএম | আপডেট : ৮:৫৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

সম্প্রতি নতুন ফরমান জারি হয়েছে উত্তর কোরিয়ায়। জানানো হয়েছে, একনায়ক কিম জং উনের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারও একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ আদরের মেয়ের প্রতি এটাই কিম রাজার ইচ্ছা ভালবাসার প্রকাশ।

উত্তর কোরিয়া শাসক কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। দশ বছর বয়স তার। ইতিমধ্যে প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। এমনকী নতুন ফরমানে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। শাসকের এমন ফরমান পছন্দ না হলেও নির্দেশ মানতে বাধ্য হচ্ছে নাগরিকরা। কারণ স্বয়ং কিমের মেয়ের বিষয় বলে কথা।

উল্লেখ্য, কিম জং উনের তিন সন্তান রয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। সেনার প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে।

এর আগে ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। যার পর উত্তর কোরিয়ার বাকি কিমদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড় হয়েছিল। দ্রুত সকলেই নাম বদলে ফেলেন। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন